নোটিশ
জরুরী বন্ধ নোটিশ জরুরী নোটিশঃ এতদ্বারা মিশন স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান প্রাকৃতিক দূর্যোগ ( ঘূর্ণিঝড়) ‘মোখা’ এর পূর্বঘোষিত সংকেত বিবেচনায় অধ্য ১৪/৫/২০২৩ রোজ রবিবার বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। ১৫/৫/২৩ সোমবার থেকে বিদ্যালয় যথারিতি খোলা থাকবে। নিবেদক সহ-প্রধান শিক্ষক মিশন স্কুল এন্ড কলেজ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নোটিশ অথবা ফলাফল মেন্যু থেকে ডাউনলোড করা যাবে। প্রথম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নোটিশ অথবা ফলাফল মেন্যু থেকে ডাউনলোড করা যাবে।
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার মনুষ্যত্ব, বিবেক ও বুদ্ধিবৃত্তি। তবে পৃথিবীতে মানুষই একমাত্র জীব, যাদের ক্রমাগত অনুশীলন ও চর্চার মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা মানুষকে এ কাজে সহায়তা করে। হার্বাট রিড বলেছেন, মানুষকে মানুষ করাই হল শিক্ষা। সুশিক্ষা হল সেই শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে নৈতিক, মানবিক ও নীতিনিষ্ঠ মূল্যবোধসম্পন্ন করে তোলে। মানুষকে মিথ্যা, অন্যায় ও অসৎ পথ পরিহার করতে শেখায়। এজন্য যথার্থই বলা হয়, শিক্ষা ও নৈতিকতা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। এমন

শিক্ষাব্যবস্থা চাই, যে শিক্ষা আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞানী, দক্ষ ও ভালো-মন্দ বোঝার মতো করে গড়ে তোলার পাশাপাশি হৃদয়বান, রুচিশীল, নান্দনিক, নৈতিক ও মানবিক বোধসম্পন্ন, ধার্মিক, দেশপ্রেমিক ও সর্বোপরি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আপনার সন্তানকে সু-শিক্ষায় সুনাগরিক হিসাবে গড়ে তুলতে “মিশন স্কুল এন্ড কলেজ ” অঙ্গীকারবদ্ধ।