“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।” “জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে।” “আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না।” সুতরাং শতবাধা ডিঙিয়ে আপনার সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তুলতে মিশন স্কুল এন্ড কলেজ বদ্ধপরিকর।