মিশন স্কুল এন্ড কলেজ সম্পর্কেঃ “সন্তান আপনাদের, তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ” মিশন স্কুল এন্ড কলেজ একটি আধুনিক শিক্ষার যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান।
♣অভিমতঃ
বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে আপনাদের প্রাণপ্রিয় আদরের কোমলমতি সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন। আপনার সন্তান এক দিন সৎ, যোগ্য, আদর্শবান সুসন্তান হিসাবে বড় হবে, হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার কিংবা শিক্ষক। সর্বোপরি সে একজন পরিপূর্ণ মানুষ ও যোগ্য নাগরিক রুপে নিজেকে গড়ে তুলবে। এ প্রত্যাশা আমার, আপনার, সবার। আজ যারা শিশু আগামী দিনে তারাই হবে সারা বিশ্বের চালিকা শক্তি। তাই শিশুদের দিকেই তাকিয়ে আছে আজকের বর্তমান বিশ্ব। কারণ “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত”। কিন্তু শিশু কিশোরদের সাজঘর আজ নানা সমস্যায় আক্রান্ত। উপযুক্ত শিক্ষালয় পাওয়া আজ বড়ই দুষ্কর। তদুপরি পুঁজিবাদের এ যুগে পণ্যের মত শিক্ষা ব্যবস্থাতে চলছে চরম বাণিজ্যিকীকরণ। আর এ করণেই আপনিও হয়তো চিন্তিত ও উদ্বিগ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার সন্তানকে অথবা যেখানে সন্তানকে ভর্তি করিয়েছেন সেখানে সে আদৌ উপযুক্ত শিক্ষা পাচ্ছে কিনা? এরকম প্রেক্ষাপটে আপনি হয়তো দ্ধিধান্বিত হচ্ছেন প্রকৃত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছায় করতে। এই ভাঙ্গা গড়ার স্বপ্নিল খেলায় আপনি যখন উদ্বিগ্ন ঠিক তখনই ” মিশন স্কুল এন্ড কলেজ “আপনার কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এবং আপনাকে সহায়তা করতে এগিয়ে এসেছে। এখানে আপনার সন্তানকে অকৃত্রিম ভালবাসা, স্নেহপূর্ণ আন্তরিকতা এবং দক্ষতার সাথে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সফল মানুষরুপে গড়ে তোলা হবে।।।।
♣আমাদের বৈশিষ্ট্যসমূহ :
জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে যুগোপযোগী কারিকুলাম।
ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা নিশ্চিত করা।
কোলাহল মুক্ত, স্বাস্থ্য সম্মত ও মনোরম পরিবেশের ব্যবস্থা।
অভিনব পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়া হয়।
প্রতিটি শ্রেণি কক্ষে আসন সংখ্যা ১৫-২০ জন।
প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা মাতৃস্নেহে পাঠদান।
সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই।
অমনোযোগী ও অপেক্ষাকৃত দূর্বল ছাত্র-ছাত্রীদের উপর বিশেষ গুরুত্ব প্রদান।
গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা।
শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা।
অভিভাবক সমাবেশের আয়োজন করা।
অভিজ্ঞ পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত।
♣ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ
♦প্রত্যেক ছাত্র/ছাত্রীকে (অভিভাবকবৃন্দকে স্কুল অফিস হতে ১০০/- (একশত টাকা ) জমা পূর্বক ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ♦যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে ছাত্র/ছাত্রীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ১ কপি এবং অভিভাবকের ১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রের ১ কপি জমা দিতে হবে। ♦প্রাতিষ্ঠানিক সকল তথ্যাদি সংগ্রহ পূর্বক জমা রশিদ সংগ্রহ করতে হবে।
♣পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রম সমূহঃ ♦ জাতীয় শিক্ষানীতির উপর সর্বাধিক গুরুত্বারোপ। ♦একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নের জন্য ক্যাডেট কারিকুলাম অনুসরণ। ♦ শ্রেণী ভিত্তিক ধর্মীয় বিষয়বলী ছাড়াও প্রতিদিন স্কুল ক্লাসের প্রারম্ভে আলাদা তত্ত্বাবধানে ধর্মীয় শিক্ষা প্রদান। ♦নিয়মিত পাঠ্যক্রম ব্যাতিরেকে কম্পিউটার স্পোকেন ইংলিশ, সাংস্কৃতিক,চিত্রাংকন শরীরচর্চা, ইত্যাদি কার্যক্রম পরিচালন।
♣পরীক্ষা পদ্ধতিঃ
♦ সাপ্তাহিক, মাসিক, ও সাময়িক এই তিন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়।
♦ সকল পরীক্ষার মান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী গ্রেডিং পদ্ধতিতে নির্ধারণ এবং ফলাফল প্রকাশ করা হয়
♦ আসন বিন্যাসের মাধ্যমে পরীক্ষা গ্রহণ।
♦ সাংস্কৃতিক কার্যক্রম:
১। অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। রয়েছে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগীতার ব্যবস্থা ২। এ ছাড়া ধর্মীয় ও জাতীয় দিবস সমূহ উদযাপনের জন্য রয়েছে সুনির্দিষ্ট বাৎসরিক পরিকল্পনা।
♦বনভোজন / শিক্ষা সফর:
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও জ্ঞানার্জনের জন্য প্রতি বছর দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।
♣♣♣ সোনামনি কেজি এন্ড প্রিপারেটরি স্কুল তার যথার্থ জ্ঞান উম্মিলনের যাত্রা শুরু করেছে। শিক্ষার মানোন্নয়ন অত্যাধুনিক অবকাঠামোগত পাঠদান পরিবেশ এবং যুগোপযোগি জ্ঞান বিজ্ঞান ও ধর্মীয় চিন্তা- চেতনা শতভাগ পরিস্ফুটন করা হচ্ছে♣♣♣